ছাত্র/ছাত্রীদের লাইব্রেরী ব্যবহার করার নিয়মাবলী নিম্নে প্রদান করা হলঃ

  • লাইব্রেরী ব্যবহার করার সময় ছাত্র/ছাত্রীদের অবশ্যই লাইব্রেরী কার্ড লাইব্রেরীয়ান কে দেখাতে হবে।
  • লাইব্রেরীর যে কোন বই ছাত্র/ছাত্রীরা লাইব্রেরী কক্ষে ব্যবহার করতে পারবে, এক্ষেত্রে লাইব্রেরী কার্ড লাইব্রেরীয়ানের কাছে জমা দিতে হবে।
  • যে কোন বই প্রয়োজনে ছাত্র/ছাত্রীরা বাসাই নিতে পারবে।
  • লাইব্রেরীর বই কোন ছাত্র/ছাত্রী তিন দিনের অতিরিক্ত নিজের কাছে রাখতে পারবে না।
  • তিন দিনের অতিরিক্ত প্রতি দিনের জন্য পাঁচ টাকা করে জরিমানা দিতে হবে।
  • ডিকশনারী / বিভিন্ন অভিধান ছাত্র/ছাত্রীরা বাসাই নিতে পারবে না এসমস্ত বই গুলা লাইব্রেরী কক্ষে ব্যবহার করতে পারবে।
লাইব্রেরীতে বইয়ের সংখ্যাঃ
  • ডিকশনারী = ৩০ কপি
  • বাংলা অভিধান = ২০ কপি
  • মুক্তিযুদ্ধ বিষয়ক = ৩০০ কপি
  • উপন্যাস / গল্প = ১৫০০ কপি
  • বিষয়ভিত্তিক = ৩০০০ কপি
  • ইসলামীক বিষয় = ২০০ কপি
  • ব্যবহারিক বই = ১০০ কপি