অত্র এলাকার সুধী সমাজের ফসল আমাদের এই বিদ্যালয়। সেদিন কাঁচাহাতে শিক্ষক তার কলম তুলে দিয়ে ছিলেন তারা। প্রথমে স্বরন করি মহান সৃষ্টিকর্তাকে । বিনম্রশ্রদ্ধা জানাই অত্র এলাকার সুধি সমাজ জনসাধারনকে যাদের অক্লান্ত ত্যাগ ও সহযোগিতার মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠীত হয়েছে ।
পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক অত্র প্রতিষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি । প্রতিটি শিক্ষক সমাজের এক জন সংস্কারক । মানুষের সুপ্ত প্রতিভার বিকাশের বাহন কালি-কলম । আর সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের পূর্বশর্ত শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি । বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্বায়নে যুগোপযোগি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা সুকঠিন বিষয় ।
তারপরও দৃঢ়প্রত্যয় শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করে শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দেয়াসহ শিক্ষার্থীদেরকে সৃষ্টিশীল মানুষ হিসাবে তৈরী করা ।পরিশেষে যাদের স্বপ্নে রঙিন হয়ে আজকের এই বিদ্যানিকেতন, তাদের কে জানাই আন্তরিক মোবারকবাদ ।