লক্ষ্য ও উদ্দেশ্যঃ
iShkul.com ছাত্রদেরকে নিজেদের পৃষ্ট পোষকতায় উঁচু মানের শিক্ষা নিশ্চিত করবে সাথে পরিবেশ এবং দেশের উন্নয়নে যুগপযগী দিকনির্দেশনা দিবে। যেন তারা- আত্মশাসন, সহনশীলতা, সৃজনশীলতা, কর্তব্যবোধ, আত্ম-সমালোচনা, গভীর চিন্তনশক্তি এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
আজকের শিক্ষিত শিশু আগামি দিনর সুযোগ্য নাগরিক, যাদের দক্ষ হাতে এই দেশ এক দিন পরিচালিত হবে।
লক্ষ্যঃ
- শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী রূপে গড়ে তোলা।
- শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
উদ্দেশ্যঃ
- শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর সুষম বর্ধনে সহায়তা করা।
- শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভার বিকাশ সাধন।