প্রতিষ্ঠানের আইন

ওয়েবক্রিট স্কুল-স্বগৌরবে দীর্ঘ পথ অতিক্রম করে তার ঐতিহ্য এবং সাফল্য ধরে রেখেছে। আর এর পিছনে যে নিয়ামক গুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আইন ও অনুশাসন। আমাদের আইন এবং অনুশাসন গুলো শিখন-শেখান কার্যক্রম, শিক্ষার্থী বান্ধব পরিবেশ, বিনয়ী সহ একজন সত্যিকারের মানবিক গুণাবলিকে শিক্ষার্থী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

  • স্কুলের নিরধারিত ড্রেস কোড মেনে পোশাক তৈরি করে তা পরিধান করে স্কুলে আসতে হবে।
  • স্কুলের শৃঙ্খলা মেলে চলতে হবে।
  • সকল ছাত্র এর শার্ট রঙ সাদা হবে,শার্ট প্লেইন হবে এবং কোন পকেট থাকবেনা।
  • একজন ছাত্র/ছাত্রী সাদা শার্ট পরতে পারে এবং প্রতি শুক্রবার আকস্মিকভাবে ধড়াচূড়া করতে হবে।
  • সকল ছাত্রীদের পায়জামা এবং স্কার্ট ধূসর রঙ এর হবে।
  • ছাত্রীদের পায়জামা অভিন্ন,পায়জামা কোন ডিজাইনার লেবেল থাকবেনা,পায়জামা বেল্ট লুপ থাকবে এবং একটি বেল্ট দিয়ে জীর্ণ হতে হবে।
  • সকল ছাত্র এর হাঁটু দৈর্ঘ্য হাফপ্যান্ট গ্রহণযোগ্য।
  • চুলের ডিজাইন কাটার মধ্যে অস্বভাবিক শোভা অনুমোদিত নয়।