আমাদের অর্জন!

শিক্ষার প্রসারের লক্ষ্যে গড়ে ওঠা স্কুল বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে বড় সাফল্য আমাদের কাছে। আমরা গর্ববোধ করি। কারণ মধ্যম ও নিম্ন মানের ছাত্র-ছাত্রীরাও আমাদের স্কুলে ভর্তি হয়ে আমাদের তরুন ও দক্ষ্য শিক্ষকদের তত্ত্বাবধানে এস.এস.সি পরীক্ষায় A+ বা A পেয়ে উত্তীর্ণ হচ্ছে। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন মেডিক্যাল কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ লাভ করছে। পড়ালেখার পাশাপাশি আমাদের ছাত্রীরা রচনা, কবিতা ইত্যাদি প্রতিযোগীতায় অংশ নিয়ে জেলার মধ্যে প্রথম স্থান পর্যন্ত অর্জন করেছে। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে সবসময়ই সচেষ্ট থাকি। আমাদের লক্ষ্য শুধুই ভাল ছাত্রী নয়, ভাল মানুষ হিসেবে গড়ে তোলা।