প্রতিটি শিশু অনেক সম্ভাবনা এবং সৃজনশীল ক্ষমতা নিয়ে জন্ম গ্রহণ করে। তাই অভিভাবক মাত্রই সন্তান কে নিয়ে আগামীর কল্পনার সুন্দর তম জীবনের ছবি অঙ্কন করে থাকেন। নতুন শতাবধির একজন দক্ষ যোগ্য সুনাগরিক হওয়ার জন্য তাদের একটি উপযুক্ত পরিবেশের প্রয়োজন। একটি ভালো স্কুলই দিতে পারে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের উপযুক্ত পরিবেশ।পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীগণ চরিত্রবান, যোগ্যতাসম্পন্ন দেশপ্রেমে বলিয়ান হয়ে আত্মমর্যাদাশীল জাতিতে প্রিন্ট হবে এই আমাদের প্রত্যাশা। আপনাদের সকল প্রত্যাশা পূরণের অঙ্গিরকার নিয়ে আমাদের স্কুলের শুভ সুচনা।
আমাদের স্কুলের বিশেসত্বঃ
- সিসি ক্যমেরার মাধ্যমে ক্লাস মনিটরিং এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা।
- শিক্ষক-শিক্ষিকা গণ উচ্চ শিক্ষিত, অভিজ্ঞ সম্পন্ন এবং যুগপযগী আদর্শ শিক্ষা প্রদানে অঙ্গীকার বদ্ধ।
- আনন্দায়ক ও বাস্তবসম্মত শিক্ষা প্রদান করা।
- প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় ও মূল্যায়ন ক্লাসের ব্যবস্থা।
- নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও মডেল টেস্টের মাধ্যমে পাঠ মুল্যায়নের ব্যবস্থা।
- গ্রুপ স্ত্যাডি ও সৃজনশীল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটান।
- অভিভাবক, শিক্ষক ও পরিচালকদের মধ্যে নিইয়মিত মতবিনিময় সভা।
- সহীহ কুরআন শিক্ষা, ইংলিশ স্পোকেন ও কম্পিটার শিক্ষা বাধ্যতা মূলক।